মুসলিমদের জয়। পিছু হাটলো ইসরাইল

পবিত্র আল-আকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা । কাবার পর মুসলমানদের দ্বিতীয় উপাসনালয় ছিল আল আকসা। সম্প্রতি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও সহিংসতা চলছে। গেল সপ্তাহে ইসরাইল সৈন্যরা মসজিদের ভিতরে ফিলিস্তিনিদের উপর হামলা চালায় । এর মধ্য দিয়ে সেখানকার উত্তেজনা ভয়াবহ রূপ নেয়। হঠাৎ ইসরাইলের পক্ষ থেকে আসলো নতুন এক তথ্য। পবিত্র রমজান মাস শেষ না হওয়া অব্দি অমুসলিম ও পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি । মঙ্গলবার ইসরাইলি সৌন্যরা আল আকসা মসজিদে হামলা চালায় এরপর ইসরাইলি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় । তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহুর উগ্রপন্থী পুলিশ মন্ত্রী ইতামার বেন গিভীর।বেন গিভীর বলেন

শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ না করে শক্ত হাতে মোকাবেলা করা উচিত। এমন ঘোষণার পর কোন প্রতিক্রিয়া জানাইনি ফিলিস্তিন। গেল মাসে পবিত্র রমজানে আল আকসার শান্তি বজায় রাখতে দুইবার বৈঠকে বসেছিল ইসরাইল। সে সময় মিশরের মধ্যস্থতায় জর্ডানে ইসরাইল অঙ্গীকার করেছিল রমজানে কোন প্রকার হামলা হবে না। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলি বাহিনীর হামলায় চলতি বছরে ৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয় তাদের মধ্যে বেসামরিক ব্যক্তিরাও রয়েছে। মাসের পর মাস ইসরাইলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ কর্মকান্ডে ক্ষোভ পুঞ্জিভুক্ত হচ্ছে। বিশ্লেষকরা জানাই এভাবে চলতে থাকলে যেকোনো মুহূর্তে পরিস্থিতির বিস্ফোরণ ঘটতে পারে।

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.