আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ বাংলাদেশে

আজ সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা এমিলিয়ানো মার্টিনেজ।
বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি উপহার দেন মার্টিনেজ।
এদিকে মার্টিনেজের সঙ্গে দেখা করে তার আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি। টাইগারদের সাবেক এই অধিনায়ক মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময় তার ছেলে ও মেয়েকে অটোগ্রাফ ও তাদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ।
পুরো নাম ড্যামিয়ান এমিলিয়ানো মার্টিনেজ। তবে এমিলিয়ানো মার্টিনেজ নামেই পরিচিত তিনি। বর্তমান সময়ে তাকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে গণ্য করা হয়। বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন।
২০০৯ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে অভিষেক হয় তার । এ ছাড়া ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে। তবে আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়।
কাতার বিশ্বকাপে আরও দুর্দান্ত ছিলেন মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকে দুটি পেনাল্টি শট রুখে দেন তিনি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকে পেনাল্টি শট রুখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তার পারফরম্যান্সের জন্য কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন এই বাজপাখি খ্যাত গোলকিপার।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.