ইজিবাইক চালক “বিজন” হত্যাকাণ্ডের তিন আসামী কারাগারে

ইজিবাইক চালক বিজন হত্যাকান্ডে সাথে জড়িত আটক ৩ জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত জবানবন্দী গ্রহন করে তাদের কারাগারে প্রেরণের করে।

আজ বুধবার দুপুরে মুজিবনগর থানা থেকে তাদের আদালতে প্রেরণ করা হয়। আশামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
এর আগে মেহেরপুর জেলা গয়েন্দা পুলিশ ও মুজিবনগর থানা পুলিশের সমন্বিত একটি দল হত্যাকাণ্ডে সম্প্রিক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার মিরপুর থেকে গত ৩০ অক্টোবর দিবাগত রাতে আসামী সোহেল রানা(৩৮), শাকিল শেখ(২৪) ও ডালিম(২০) কে গ্রেফতার করে মেহেরপুর নিয়ে আসে পুলিশ।

আসামিরা হচ্ছে মোনাখালী গ্রামের মোঃ ডাবলু মিয়ার ছেলে মোঃ শাকিল, মোঃ হাশেম আলীর ছেলে মোঃ সোহেল রানা ও মোঃ শরিফ উদ্দিন শুফীর ছেলে মোঃ ডালিম
উল্লেখ্য গত ২৯ অক্টোবর রবিবার রাতে মোনাখালী ইউনিয়নের মুড়িতলা মাঠ থেকে ইজিবাইক চালক বিজনের (২৬) অরর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল বলেন, আটককৃত আসামীরা হত্যাকান্ডের সম্পৃক্ততার কথা স্বাকীর করেছে। তাদের আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.