কর ফাঁকির মামলায় ডাক্তার মোহাম্মদ  ইউনুস

ডঃ মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ১১ শ’ কোটি টাকার করফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ।

সেই নোটিশ স্থগিত চেয়ে আদালতে রিটও করেছিল নোবেলজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস। এবার সেই অর্থ আদায় চেয়ে হাইকোর্টে রিট করেছেন এনবিআর।

একের পর এক মামলায় আইনি লড়াই করতে হচ্ছে নোবেলজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসকে। শ্রম  আদালতে শ্রমিকের মামলার পর এবার সামনে আসলো এনবিআরের কর ফাঁকির মামলা। সরকারের পক্ষ থেকে রোববার নতুন তথ্য দেওয়া হয়েছে। বলা হযেছে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১ শ’ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন ডঃ ইউনুসের দুই প্রতিষ্ঠান। গ্রামীণ কল্যাণ এর একটিতে ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ টাকা। অপরটিতে ৩৫৪ কোটি ৭৯ লক্ষ্য ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীণ টেলিকমে ২১৫ কোটি টাকা।

ডঃ ইউনূসের বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় কয়েকশো কোটি টাকা কর ফাকির মামলায় চলতি মাসের মাঝামাঝিতে শুনানি হবে হাইকোর্টে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.