মেহেরপুরে লিচুর চাষের বাম্পার ফলন

মেহেরপুর জেলা বরাবরই ফলমূল ও শাকসবজি উৎপাদনে সুনাম অর্জন করে আসছে।

এ জেলার ফল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ সুস্বাদু। গত বছরের তুলনায় চলতি মৌসুমে লিচু সহ সব মৌসুমী ফলের গাছ গুলিতে দেখাযায় গাছ ভর্তি মুকুল। তবে বৃষ্টি না থাকায় কিছু গুটি ঝরেও গেলেও ফলন হয়েছে আশানুরূপ। প্রায় ৪০০ টন লিচু উৎপাদনের সম্ভাবনা আছে মেহেরপুরে। ধারণা করা হচ্ছে যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। যা ভাঙতে পারে গত কয়েক বছরের রেকর্ড।

কৃষি বিভাগের তথ্যমতে, স্থানীয় মোজাফফর জাত সহ চায়না-৩, বোম্বাই, আটি সহ অন্যান্য  জাতের লিচুও আছে এই জেলায়।

অন্য জেলার আগেই বাজারজাত করণ ও ভালো দাম পাওয়ার কারণে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে লিচু চাষ। এই জেলায় উৎপাদিত লিচু দেশি ও আটি মোজাফফর জাতের গুটি লিচুও বলা হয়ে থাকে। তবে হাইব্রিড লিচুর মধ্যে আতা বোম্বাই সর্বশ্রেষ্ঠ। টিএন-৪ ও চায়না ১৪ প্রজাতির লিচু এখন ব্যাপকভাবে পরিচিত পেয়েছে এখানে।

লিচু বাগানিদের সাথে কথা বলে যানা যায়, মোজাফ্ফর জাতের লিচু পাকে সবার আগে। ফলনও হয় অনেক বেশি। তাই চাষিরা এবার লাভোবান হবে বলে আশা প্রকাশ করেন।

মেহেরপুর ও মুজিবনগরের বিভিন্ন লিচু বাগান পরিদর্শন করে দেখা যায় গাছে গাছে থোকায় থোকায় ছুলছে রসালো রঙ্গিন লিচু।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.