সড়ক দুর্ঘটনাতে কলেজ শিক্ষক নিহতের ঘটনায় ঘাতক ইজিবাইক চালক গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে বেপরোয়া গতির একটি ইজিবাইকের ধাক্কায় ওহিদুল ইসলাম (৫০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ইজিবাইক চালককে গ্রপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

আজ বুধবার (৩ জুলাই) ভোরে মেহেরপুর সদর থানার পুলিশ ইজিবাইক চালক মোহাম্মদ আলী (১৯) ওরফে ইয়ারবকে আটক করে। মেহেরপুর সদর থানার ওসি সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুলাই) রাত সোয়া ৯ টার দিকে শহরের টিঅ্যান্ডটি অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলামের মৃত্যু হয়। তিনি মুজিবনগর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত ওহিদুল ইসলামের ছেলে মোঃ শাহরিয়ার কবির আকিব (২০) মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা ইজি বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ করে। মেহেরপুর সদর থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরিক্ষা করে ঘাতক ইজিবাইকের চালককে গ্রেফতার করে। একই সাথে তার ইজিবাইকটি জব্দ করে।

মেহেরপুর সদর থানার ওসি সেখ কনি মিয়া বলেন, ‘দূর্ঘটনার পর থেকেই সদর থানা পুলিশের একাধিক দল বিষয়টি নিয়ে কাজ করছিলো। ভোরে আসামী মোহাম্মদ আলীকে তার বাড়ি থেকে আটক করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.