আধুনিক যুগেও হাতে লেখা পত্রিকা

পরম যত্নে এক একটি শব্দের গাথুনিতে লিপিবদ্ধ হয় উপকূলীয় দের জীবন সংগ্রাম।

স্থানীয়দের জীবন যুদ্ধ ইতিবাচক অগ্রগতি জলবায়ু পরিবর্তনের খবরই স্থান পায় এই পত্রিকায়। তবে পার্থক্য হচ্ছে আধুনিক যুগেও পত্রিকাটি প্রকাশিত হয় হাতে লিখে।

পটুয়াখালী কলাপাড়া উপজেলায় ৫ বছর ধরে কমিনিউটি পত্রিকাটির একাধারে সম্পাদক-প্রকাশক ও হকার হাছান পারভেজ। ৪ পাতার এই মাসিক পত্রিকাটি প্রথমে লেখা হয় হাতে। তারপর শহরে যেয়ে ফটোকপি করে করা হয় বিলি। পত্রিকায় লেখেন ১৫ জন স্থানীয় সাংবাদিক। যাদের সবাই শ্রমিক।

নিজ গ্রাম ছাড়িয়ে পাশের গ্রামেও দিন জনপ্রিয় হচ্ছে আন্ধারমানিক পত্রিকাটি । ১০ টাকা দামের এই পত্রিকাটির চাহিদা যেমন বেড়েছে তেমনি উপকৃত হয়েছে এলাকার সাধারন মানুষ। তবে চাহিদা থাকা সত্বেও অর্থনৈতিক সংকটের কারণে পর্যাপ্ত পরিমাণে ছাপাতে পারছেন না বলে জানান পত্রিকাটির সাথে সম্পৃক্তরা।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.