ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের

মেহেরপুর প্রতিনিধিঃ

নানার বাড়িতে এসএসসি পাশের মিষ্টি পৌছে দিয়ে আর বাড়িতে ফেরা হলোনা জান্নাতুজ্জামান চঞ্চলের (১৬)। মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথেই ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।
নিহত জান্নাতুজ্জামান চঞ্চল মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মোল্লাপাড়ার প্রবাসী রকিবুজ্জামানের ছেলে এবং সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্র।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪ টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের নিকট এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জান্নাতুজ্জামান চঞ্চল ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে।

প্রত্যক্ষদর্শী এবং নিহতের বন্ধু আলিফ জানায়, তারা ইজিবাইকে চড়ে নওপাড়া থেকে গাংনীতে আসছিলো। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ইজিবাইকে থাকা ৪ যাত্রী। মূমূর্ষ অব্স্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

নিহতের বাবা রাকিবুজ্জামান বলেন, ‘গতকাল আমার ছেলে এসএসসি’র ফলাফল পেয়েছে। সে জিপিএ ৪.৩৩ অর্জন করেছিলো। পাশের আনন্দ ভাগাভাগি করতে সে নানীবাড়ি ধলা গ্রামে মিষ্টি দিতে গিয়েছিল।’

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার কালবেলাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই চঞ্চল মারা গেছিলো। মাথায় আঘাত এবং প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃতু হয়।’

গাংনী থানার ওসি মো: তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছিলো। তবে বর্তমানে ট্রাক ও ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.