ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার সমূহ

ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহঃ

১. হঠাৎ উচ্চ জ্বর ১০১°- ১০২° ডিগ্রি।  ২. চোখের পিছনে ব্যথা। ৩. বমি হওয়া। ৪.  জয়েন্ট ও মাংস পেশি ব্যথা। ৫. শরির ব্যথা। ৬. চামড়ায়  লাগচে দাগ হওয়া। ৭. ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবার জ্বর হওয়া। ৮. বমি বমি ভাব। ৯. মাথাব্যথা সহ অন্যান্য।

 ডেঙ্গু প্রতিরোধ  করণীয়ঃ

ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে; মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরিধান করতে হবে।

পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে; পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

মশার প্রজননরোধে করণীয়:

ঘরে ও আশেপাশের যেকোনো পাত্রে বা জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না; ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে; ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে; পানি যাতে না জমে সেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে; দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে; ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.