দেশে বাড়ছে বেকারত্বের হার

বাংলাদেশ পরিসংখ্যান বুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা প্রায় ২৬ লাখ।

আজ এনেছি সভাকক্ষে প্রকাশিত বিবিএসএ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ অনুযায়ী, কৃষি খাতে কর্মরত মানুষের সংখ্যা কিছুটা কমেছে।
বিবিএসএ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ আরো বলছে,
দেশে কাজ করতে সক্ষম শ্রমশক্তি আছে প্রায় ৭ কোটি ৩৬ লাখ। এদের মধ্যে বিভিন্ন খাতে নিয়োজিত আছে ৭ কোটি ১১ লাখ। সেই হিসেবে দেশে এখন বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখেরও বেশি।
জরিপে আরও বলছে

২০২২ ( অক্টোবর-ডিসেম্বর) ৩.২℅

২০২৩ ( জানুয়ারি-মার্চ) ৩.৫১℅

বিবিএসের শ্রমশক্তির জরিপের তথ্য অনুযায়ী কৃষিক্ষেত্রে কাজ করছে ৪৫% শিল্পক্ষেত্রে ৩৮% এবং সেবাক্ষেত্রে ১৩%

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.