মুজিবনগরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক-১

নিজস্ব প্রতিনিধিঃ

মুজিবনগরের সীমান্তবর্তী সোনাপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তুল ও ২ রাউন্ড গুলি ও বিদেশী মদসহ আশরাফুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে বিজিবি’র নাজিরাকোনা বিওপি ক্যাম্প। আটককৃত আশরাফুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে তিনটার সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭ এর কাছ থেকে বাংলাদেশ সীমান্তে এই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আশরাফুলকে আটক করে বিজিবি সদস্যরা।

সোনাপুর ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে আগ্নেয়াস্ত্রসহ একজন অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পের আশরাফুল ইসলাম পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে বিজিবি সদস্যরা। তল্লাশিকালপ তার কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত বলেন, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আশরাফুল ইসলামকে বিজিবির পক্ষ থেকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আশরাফুল ইসলামকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.