মেহেরপুরের গাংনী থেকে র‍্যাবের অভিজানে বিদেশি পাখি উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুরে গাংনীতে অভিযানে চালিয়ে আফ্রিকান ওপেনবিল জাতের ৮টি বিদেশি পাখি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় একজনকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে গাংনী-মেহেরপুর সড়কের চোখতোলা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি দল ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আফ্রিকান ওপেনবিল জাতের ৮টি বিদেশি পাখি উদ্ধার করে।

তিনি আরও বলেন, একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২২ এর ১২ ধারা লঙ্ঘন করায় ৩৯ ধারা মোতাবেক আটক আশরাফ আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাখিগুলোর দাম কমপক্ষে ৭-৮ লাখ টাকা হবে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.