মেহেরপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

স্মার্ট বাংলাদেশের স্বপ্নপুরণে প্রস্তুত হচ্ছে স্মার্ট মেহেরপুরের স্মার্ট তরুণ-তরুণীরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি অফিস, সদর ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। চলবে ৪০ দিনব্যাপি। এর মাধ্যমে আমাদের তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিং শিখবে, ঘরে বসে দেশ-বিদেশের কাজের অর্ডার পাবে এবং বিদেশী মুদ্রা উপার্জন করবে। আজ ৪০ দিনব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। এসময় সহ: কমিশনার (ভূমি), সহ: প্রোগ্রামার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উপস্থিত ছিলেন।

জেলাপ্রশাসক মেহেরপুর জেলার গাংনী উপজেলার সফল তরুণ রাসেলকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেন, রাসেল উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে, সে চাকরির জন্য চেষ্টা করেনি, ফ্রিল্যান্সিং শিখেছে, আজ সে মাসে প্রায় ৫০০০ ডলার ইনকাম করে।

তিনি সবাইকে আত্মকর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করার, নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এবং ২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশের উপযোগী করে প্রস্তুত করার আহবান জানান।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.