মেহেরপুরে ১ আসনে বিপুল ভোটে ৩য় বারের মত বিজয়ী হলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর)  আসনে ৩য় বারের মত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ১১৭ আসনে নৌকা প্রতিক নিয়ে ৯৪৩০৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হন তিনি। আজ রবিবার রাত আটটার দিকে বেসরকারি ভাবে ভোটের ফলাফল ঘোষনা করা হয়। সদর উপজেলা হল রুমে সদর উপজেলার ৮৭ টি কেন্দ্রের  ফলাফল ঘোষনা করা হয়। এছাড়াও মুজিবনগর উপজেলার সভা কক্ষ থেকে ঘোষণা করেন সহকারি  রিটার্নিং কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান ফলাফল ঘোষণা করেন।

ফরহাদ হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য  আবদুল মান্নান ট্রাক প্রতিক নিয়ে ৫৭৬৯২ ভোট পেয়ে পরাজিত হন।

সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহিন ভাবে বিকাল চারটা পর্যন্ত চলে এই ভোট গ্রহন।
মেহেরপুর ১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন।

মোট ভোট পোল হয়েছে ৫২ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে বিজয়ের উল্লাসে ফেটে পড়েছে ফরহাদ হোসেনের সমর্থকরা। আওয়ামী লীগের নেতাকর্মী

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.