মেহেরপুর–১ আসনে কানাইডাঙ্গায় ভোট দানে বাঁধায় ৩ জনের কারাদন্ড

মেহেরপুর ১ আসনের মেহেরপুর সদর উপজেলার কলায়ডাঙ্গা ভোটকেন্দ্রে ভোটারদের বাধাদান ও মারধরের দায়ে নৌকা সমর্থক তিনজনকে ৭ দিন করে কারা দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর ১২ টার দিকে এই দণ্ডাদেশ দেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাচনের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার বুলবুলি খাতুন। এসময় নৌকা প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেয় এবং মারধর করে। ঘটনার সময় কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুল ইসলাম (৬০), নিয়ামত আলী (৫২) ও ইউনুস আলী নামের তিন নৌকা সমর্থককে আটক করেন। বুলবুলি মেম্বারকে ভোট প্রদানে বাধা প্রদানের দায়ে আটক ৩ জনকে ৭ দিন করে কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিত তিনজনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.