শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করা এনসিবি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বড় ধরনের প্রমাণ মিলেছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই জানায়, সমির ওয়াংখেড়ে নামের ওই কর্মকর্তার বিভিন্ন ধরনের সম্পদ থাকার প্রমাণ মিলেছে। যার মধ্যে রয়েছে মুম্বাইয়ে ৪টি বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়াও গুরুগাওসহ বেশ কয়েকটি স্থানে জমিও রয়েছে এই কর্মকর্তার নামে।

এর পাশাপাশি ব্রিটেন, পর্তুগাল, মালদ্বীপসহ বিভিন্ন স্থানে সপরিবারে ভ্রমণ করেন সমির। অভিযোগ আছে, শাহরুখের ছেলে মুক্তির বিনিময়ে ২৫ কোটি রুপি ঘুষ দাবি করেন তিনি।

দুই বছর আগে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান এবং তার সঙ্গীদের গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ দফতর। ওই অভিযান এবং তদন্তের নেতৃত্ব দেন সমীর ওয়াংখেড়ে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.