করোনাভাইরাস পরিস্থিতিতে স্বর্ণের দাম বাড়তির দিকে। আর ঠিক এ সময় ভাইরাস মোকাবিলায় স্বর্ণের তৈরি মাস্ক পরে আলোচনায় এসেছেন এক ভারতীয়। পুনের পিপরি চিনচওয়াদের এলাকার শঙ্কর নামের বাসিন্দা এ মাস্কটি তৈরিতে ব্যয় করেছেন প্রায় ৩ লাখ টাকা।

দামি এ ধাতুর তৈরি মাস্ক পরলে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয় না বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, মাস্কে ছিদ্র থাকায় শ্বাস-প্রশ্বাসে কোন সমস্যা হয়না। তবে এমন ছিদ্র থাকায় এ মাস্ক করোনাভাইরাসের জীবাণু আদৌ আটকাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে খুদ শঙ্করের।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পুনের বাসিন্দা শঙ্কর স্বর্ণ খুব ভালোবাসেন। সোনায় মোড়া থাকতেই পছন্দ তার। তার হাতে ও গলায় দেখা গেছে ভারী ভারী সোনার গয়না। মাস্ক বানাতেও ব্যবহার করেছেন ৬০ গ্রাম সোনা।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.