১৩ দিন পর শিশুর গলা থেকে বেরোলো লোহার ওয়াসার

দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গায় এলাকার ওয়ালিদ (৪) নামের এক শিশুর গলায় আটকিয়ে যায় একটি লোহার ওয়াশার। এর ১৩ দিন পর শিশুর গলা থেকে লোহার ওয়াশার বের করলেন একজন  চিকিৎসক।

সোমবার ১ মে দুপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যক্তিগত চেম্বারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল কোনো অস্ত্রোপচার ছাড়াই ওয়াশারটি অপসারণ করেন। শিশু ওয়ালিদ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার কৃষক জামাল উদ্দিনের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে ওয়ালিদ সবার ছোট। সে এখন সুস্থ আছে বলে যানা যায়।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.